পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাতছানি

হাতছানি আকাশ আমায় ডাকিশ কেন দু হাত তোর বাড়িয়ে ভয় লাগেযে তোর সাথে মোর একলা যেতে সব ছাড়িয়ে আকাশ আমায় ডাকিশ না রে আর কিছু দিন থাকতে দে মাটির  ছোঁয়ায় মন হারিয়ে আর কিছু দিন রইতে দে..... 

শেষের পথে

শেষের পথে সময় পেরিয়ে এলাম অনেক শরীর বলে সময়  সংক্ষেপ অসম্পূর্ণ কাজ বাকি আছে আছে কম বেশি আবেগ মনে হয়তো এই সামান্য আক্ষেপ সময় ফেলে এসেছি অনেক পেছন ফিরে তাকাবার সময় ও শেষ ওই দূরের পথে কোনও আলোর যাত্রী আলো নিয়ে, পথ দেখাবার অপেক্ষায় মেঠো পথের ধার ধরে দিগন্তের রামধনু রঙে রঙিন হবার অপেক্ষা সময় হয়ে এলো শেষ মন আমার মুক্ত তুই স্বপ্নের সাগরে ডুবে যা বলাকার সাথে উড়ে যা ওই দেখ আমার অসম্পূর্ণ স্বপ্নের ডানাগুলো অবিন্যস্ত এদিক ওদিক পড়ে আছে দু হাতের মুঠোয় ভরে নে উড়িয়ে দে নীল আকাশে অথবা ভাসিয়ে দে সাগরের মাঝখানে তাঁরা খুঁজে নিক আপন ঠিকানা অসম্পূর্ণ জীবনের গল্প হোক শেষ বাঁচুক  স্বপ্ন ফিরে পাক প্রাণ অলীক কল্পনার বাস্তবের ছোঁয়ায় পূর্ণ হোক জীবন আপন মহিমায় ..........       

লজ্জা

লজ্জা ন্যায় অন্যায় বিচার অবিচার হয়ে যাক একাকার  প্রতিবাদ আজ মুখোশে ঢাকা মিথ্যা হাহাকার যা কিছু আমার আঁকড়ে ছিলাম মূহূর্তে হল শেষ নেকড়ের দল আঁচড়ে কামড়ে প্রাণ হল নিঃস্বেষ লজ্জা আমার মৃত্যুর সাথে মুক্তি পথ ধরে ভয় শুধু মনে আরো কত প্রাণ লালসার বলি হবে....