বন্ধু

বন্ধু মিষ্টি দে আয় বন্ধু বন্ধুত্বের হাত বাড়িয়ে আয় বন্ধু আয় সফলতার গান শুনিয়ে আয় বন্ধু আয় উজান গাঙের তীরে আয় বন্ধু জীবন হাসি হেসে। বন্ধু তুই আমার মনের সুর বন্ধু তুই কাছে কখনো দূর বন্ধু তুই রাতের গোপন কান্না তুই বন্ধু ভোরের খোলা জানালা বন্ধু এই জীবন মেলার মাঠে দেখাবো খেলা আমরা একই সাথে যখন ভাঙবে মেলা সবাই যাবে ফিরে আমরা দুজন নাগরদোলায় চড়ে যাব ওই আকাশ তারার দেশে বন্ধু তুই সকাল দুপুর রাত থাকবি সাথে ধরে আমার হাত বন্ধু তুই জীবন তরীর মাঝি শোনাবি গান, হয়ে মনের সাথী ..