পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপহরণ

অপহরণ  মিষ্টি দে  অনেক  কিছু বলার ছিলো  উড়ে যাওয়া পাখির  শত শত জমাট কথা  বলতো ডাকি ডাকি  কেউ বা বলে বড্ড চেঁচায়  কেউ বা পাথর ছুঁড়ে তাড়ায়  কেউ বা বলে ক্ষুদ্র বুদ্ধি  একই গান গায়.  অনেক কিছু বলার ছিলো  উড়ে যাওয়া পাখির  হটাৎ পথে চলতে চলতে  এক পথিকের  দেখা  পথিক  বলে "ছোট্ট পাখি শুনবো তোমার কথা" আহ্লাদে পাখি কেমন  এদিক ওদিক ওড়ে  ডানার ঝাপট আকাশ মাঝে  মেঘের ছবি আঁকে     অনেক কিছু বলার ছিলো  উড়ে যাওয়া পাখির  কলকলিয়ে কথার ঝুড়ি  শোনায় পথিক কে  পাখি ভাবে, অনেক দিনের সন্ধানে  এমন বন্ধু মেলে  মেঘের ছবির উপহারে  ভরিয়ে দিলো তাকে  তখন পথিক চুপিসারে  খাঁচায় ভরলো পাখি  ডানার ঝাপট ঝটর পটর  পালক খসলো দেখি ছোট্ট পাখি ভুল ভেবেছিস নই বন্ধু আমি   জনম জনম আমি সেই  হিংস্র শিকারী.....