Love tree

( click on the link to read the full Poem.) Love Tree মিষ্টি দে একটা দিন আসবে দেখিস সাথে তুই আর আমি স্বপ্ন বাগান সাজবে দেখিস সাথে তুই আর আমি ভালোবাসার সেই চারাটা হয়েছে একটু বড়ো যত্নে আদরে রাখি তাকে থাকে জড়োসড়ো তোর চোখের পাতায় আদুরে ভাষা দেখা হয়নি কতদিন তুই ও কি আমার মতো কাঁদতে থাকিস প্রতিদিন তুই আমার জীবন সাথী তুই আমার সব তোর জন্যই চেয়ে থাকা হাজার মাইল পথ.....