ঝড়

 


ঝড়  


ভালোবাসা যেন  মনটাকে 

 আস্টেপৃষ্টে  বাঁধছে ।

বিষাক্ত বিষের মতো ধীরে ধীরে 

মৃত্যুর দিকে ঠেলছে।

তবু সব জেনেও নেশার মতো ছুটছে

এলোপাথারি দৌড় 

ভবঘুরের পথ হারানোর ছুট্।


আমি দেখছি- আর ভাবছি 

ঝড়ের আগে সব যেমন থাকে

অতি স্বাভাবিক - তারপর

মূহুর্ত ঝড়ের দাপটে 

সব কেমন এলোমেলো ,

পরাজিত প্রেমিক 

প্রকৃতিকে দেয় তার 

ভালোবাসার চুম্বন 


আকাশের কোল ঘেঁষে 

বাদলের আঁকা ছবি 

বৃষ্টির ধারা বয়ে নিয়ে চলে 

আকাশের গাল বেয়ে জলের ধারা 

মৃত্তিকার শুষ্ক বুকে 

যেন প্রাণের সন্চার ।

আপন করেছে ঝড় , তবে

আরো একটু  এলোমেলো হোক 

এলোমেলো হোক দিশা হীন পথ

তৈরি হোক নতুন পথের

অববাহিকার উপত্যকায় 

একে অপরকে আঁকড়ে 

শেষ কিছুদিন  বাঁচা

ঝলমলে আকাশের নিচে

প্রকৃতির কোলে মাথা গুঁজে 

হারিয়ে যাওয়া ঝড়ের 

নতুন  সংসার  ।।.....মিষ্টি দে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি