গন্তব্য

গন্তব্য ছোটো থেকে মনের মধ্যে অনেক ইচ্ছার ধুঁয়ো সময় শেষে আজ দেখি সব হয়েছে ভুয়ো । পথের পর পথ শুধু চলতে থাকাই হলো সন্ধ্যা নামে দিনের শেষে ক্লান্ত মনের আলো। আকাশ মাঝে টিম টিম টিম ধ্রুবতারা ও কি পথের খোঁজ এই বুঝি পাই আবার চলতে থাকি! দিনের শেষে সাঁঝের বাতি জ্বলছে ঘরে ঘরে মনের প্রদীপ নিভলো বুঝি দিনের আলোর সাথে । আবার কোনো ইচ্ছে ধুঁয়ো মনকে উস্কে দিলো- দীপ্ত প্রদীপে জ্বললো এবার ভালোবাসার আলো অমাবস্যার অন্ধকার মুহূর্তে যায় কেটে ভালোবাসার প্রদীপ দেখো কেমন জ্বলছে তেজে রাতের শেষে ভোরের আলো পূব আকাশে ওঠে সময় স্রোতে সেই আলোতে বিশ্ব যায় ঢেকে গভীর রাতে কঠিন পথে জ্বালিয়ে মনের দিয়া নতুন পথ নতুন ভাবে নতুন রুপে চেনা।।