অভিমানী

 অভিমানী 


অভিমান টা বড়ো অভিমানী 

জমে থাকে অন্তঃপুরের গহনে 

না জানে কত কাহিনী ।

অভিমান সেতো বড়ো অভিমানী ।

বাইরের আবরনে হাসির রেখা 

ঢেকে রাখে যত ক্ষত, ব্যথা 

আবেগের স্রোতে পাওয়া 

আঘাতের চিহ্ন,

শুধু আমি জানি -

অভিমান সেতো বড়ো অভিমানী ।

চৈত্র বৈশাখের সন্ধিক্ষণে 

কাল বৈশাখীর আস্ফালনে

অভীমানে জমে থাকা কান্না

হাসির ঘেরাটোপে বন্দী 

রঙিন ঠোঁটের  উচ্ছাসিত ঝর্ণায়

চাপা পড়ে থাকে এলোমেলো 

হয়ে যাওয়া  অন্তঃশেষ 

পাওয়া না পাওয়ার 

হিসাব মেলাতে যাওয়া 

ভঙ্গুর দাড়িপাল্লার 

শেষ কাহিনী 

অভিমান সেতো বড়ো অভিমানী ।....... মিষ্টি দে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি