অপেক্ষা

MISTI DEY (মিষ্টি দে) অপেক্ষা দের ভীড়ে ছোট্ট একটি নীড়ে শুধু তোমার অপেক্ষায় উঠবে যেদিন সূর্য , সকল বাঁধা ভেঙে মেঘের চাদর ছিঁড়ে শুধু তার অপেক্ষায় অপক্ষেমাণ দিন , হারিয়ে যাবে যেদিন তুমি থাকবে আমার সাথে একান্ত ভালোবেসে শুধু তার অপেক্ষায় কাটলো রাত্রি প্রহর, আসলো নতুন ভোর অপেক্ষাদের শেষ, সাজলো নতুন বেশ কাটলো যত কালো, ওই যে ভোরের আলো, আজ মোদের অপেক্ষায়