পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপলব্ধি

MISTI DEY (মিষ্টি দে) উপলব্ধি মিষ্টি দে সব শিক্ষা র প্রথম হাতে খরি  তোমার হাত ধরে মা।  তুমি আমার প্রথম গুরু সেই প্রথম পথ চলা।  জীবন যুদ্ধে প্রথম লড়াই বাবার সাথে চলা তোমার চোখে আমিই ছিলাম,  সেরা বিজেতা হার জীত অনেক ছিলো অনেক ভেঙে পড়া তুমি ছিলে এক ই রকম আমার আশ্রয় মা।  বাবার সাথে চলতে থাকা অনেক লড়াই জেতা অনেক বাধা পেরোতে শেখা আমার গুরু সে পিতা।  আকাশ মাঝে স্থান পেয়েছে,  ওই যে জ্যোতিষ্ক- তোমার শিক্ষা আজ ও মনে  জ্বালায় আলোর শিখা, সময় অনেক পেরিয়ে গেলো,  একার সাথে চলা নতুন যুদ্ধে জীবন শুরু মা,  অনেক ওঠা নামা।  কতো মানুষের ভীড় জমলো,  কথার চালাচালি,  গোলোক ধাঁধায় পথ হারানো  সঠিক পথ যে খুঁজি।  জীবন আমায় প্রতিনিয়ত অনেক কিছু শেখায় চড়াই উৎরাই, ওঠা নামা তবু নতুন আলো দেখায়।  কখোনো প্রানের বন্ধু পেলাম,  কখোনো জীবন সাথী,   কখোনো আবার একার সাথে  শুধুই কানাকানি।  ছায়াও তখন দূর দিগন্তের  লাল আকাশের কোলে একার চলন, একার বলন  একার প্রেমে যে মেশে।