পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

টেরোরিজম

MISTI DEY (মিষ্টি দে) টেরোরিজম মিষ্টি দে লা ইলাহা ইল্লাল্লাহ' আল্লা ছাড়া কোনো সত্য নাই- কলমা জানিস? নইলে মর।  ধর্ম আবার ও শিখন্ডী  মানবিকতার পূর্ণ গ্রাস পিতৃ হারা অনাথ শিশু সদ্য বিবাহিতা শূন্যতায়  রক্তের নদী ছবি এঁকে যায় ফুটে ওঠে ভাষা টেরোরিজম।  মৃত্যু কথা বলে প্রশ্ন ইশ্বরের দ্বারে হিন্দু না তুমি মুসলমান কোরান না গীতা  কি তোমার পরিচয় বরাবর তুমি নির্বাক।  মৃতের ওজন বাড়ছে ওই পাপের ঘড়া পূর্ণ  সহস্র ধারায় লাল খরস্রোতা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ পৃথিবী স্তব্ধ ভাষা হীন আজ অনাথের চিৎকার নীরব প্রশ্ন শূন্য আকাশে  কি ধর্ম তোমার  ভগবান!