একা
MISTI DEY (মিষ্টি দে) একা মিষ্টি দে ভাবছি বসে আকাশ পাতাল ভাবছি অনেক কিছু নীল আকাশে মেঘের রাশি ঘুরছে কার পিছু? ভাবছি বসে সকাল বিকেল রাত্রি কেন আসে ভাবছি বসে অকারনে চোখের কোন ভেজে ভাবছি বসে সন্ধ্যা তারা শুক তারার খোঁজে নিজের মধ্যে দেখলো না সে দেখলো বিশ্ব খুঁজে ভাবছি বসে রাত্রি কালো সকাল হলেই আলো তবু কেনো আলোর খোঁজে কত রাত্রি জেগে ভাবছি বসে জীবন যুদ্ধে জীবন মরন ভয় যা হয় হোক ভাবছি বসে একার লড়াই একার জয়।