পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একা

MISTI DEY (মিষ্টি দে) একা মিষ্টি দে ভাবছি বসে আকাশ পাতাল ভাবছি অনেক কিছু নীল আকাশে মেঘের রাশি  ঘুরছে কার পিছু?  ভাবছি বসে সকাল বিকেল   রাত্রি কেন আসে ভাবছি বসে অকারনে  চোখের কোন ভেজে ভাবছি বসে সন্ধ্যা তারা  শুক তারার খোঁজে নিজের মধ্যে দেখলো না সে দেখলো বিশ্ব খুঁজে ভাবছি বসে রাত্রি কালো সকাল হলেই আলো তবু কেনো আলোর খোঁজে  কত রাত্রি জেগে ভাবছি বসে জীবন যুদ্ধে জীবন মরন ভয় যা হয় হোক ভাবছি বসে একার লড়াই একার জয়।

প্রতিক্ষা

MISTI DEY (মিষ্টি দে) প্রতিক্ষা মিষ্টি দে বেচেঁ আছি যেমন বেচেঁ আছে সূর্য যেমন সকাল, রাতের আকাশ ঠিক তেমন করেই বেচেঁ আছি বেচেঁ থাকা শ্বাশ্বত সত্যের মতোন।  দীর্ঘ অসুস্থতা তপ্ত শরীর,  সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন।  প্রয়োজন বিহীন বন্ধুত্ব সময়ের প্রবাহে বিলুপ্ত তাই মুঠোফোন নিস্তব্ধ।  বেচেঁ আছি যেমন বেচেঁ আছে  সবুজ মাঠ, নীলাকাশ স্কুল ফিরতি ছোটো ছোটো ছেলে মেয়েদের খিলখিল হাসি বেচেঁ আছি যেমন বেচেঁ আছে নিভে যাওয়া স্বপ্ন।  শুধু মৃত প্রতিক্ষা- রাতের আঁধারে পূর্ণিমার জ্যোৎস্নার প্রতিক্ষা- তীব্র রোদের তাপে এক চিলতে মেঘের প্রতিক্ষা- সবুজ মাঠে খেলতে যাওয়ার প্রতিক্ষা- খিল খিলিয়ে প্রান খুলে হাসবার প্রতিক্ষা- প্রিয় বন্ধুর সেই ফোনের প্রতিক্ষা- প্রতিক্ষা চির অসুস্থতার থেকে মুক্তির  আর প্রতিক্ষা সেই অসুখ যা আমাদের মনে  বেচেঁ আছে না জানে কতো যুগ ধরে,  তার থেকে মুক্তি র প্রতিক্ষা- আসলে প্রতিক্ষা আকাশকুসুম পাওয়ার।-