একলা পথে আকাশ রেখে দিও
MISTI DEY (মিষ্টি দে) একলা পথে আকাশ রেখে দিও মিষ্টি দে একলা পথে আকাশ রেখে দিও ভাববো সাথে মেঘ বন্ধু আছে, আসবে রাতে তারা বন্ধুর দল চাঁদ থাকবে হাজার তারার মাঝে মিষ্টি হেসে বলবে আমায় ডেকে বল বন্ধু খবর কি তোর বল? একলা পথ আর একলা থাকবে না মনটা আর উদাস হবে না মেঘের সাথে তারার সাথে নিত্য খেলা অকারণে চাঁদের আলোর জ্যোস্না মেখে আকাশ প্রদীপ থাকবো সেজে রামধনু রঙ বলবে ডেকে বল বন্ধু খবর কি তোর বল?