B+

B+

মিষ্টি দে


ফেলে আসা বছরের অসম্পূর্ন  স্বপ্নগুলো
নতুন আশায় মন বে৺ধেছে
হয়তো আগামী দিনে তার কিছু পূর্ণতা পাবে
অজানা, অচেনা পরশ পাথরের ছো৺ওয়ায়
এটাকেই বলে B+

ঘরের কোনে যখনই বিষন্ন মুখে বসে
অসম্পূর্ন স্বপ্নগুলোর Puzzle নিয়ে ব্যস্ত
তখন স্নেহের হাত মাথায় রেখে
ভালোবাসার মানুষগুলোর মুখে
এই কথাটা বহুবার শুনেছি

ছোটবেলার খেলার সাথি বা কলেজের ক্লাসমেট
যৌবনে ভালোলাগা সেই বিশেষ বান্ধবী টি
অথবা আড্ডাস্থলের বন্ধু
স্বপ্নের অসম্পূর্নতায় মন ভারাক্রান্ত  হলে
এরা সবাই বলে উঠেছে B+

আজ পিছন ফিরে, ফেলে আসা বছরের
পাওয়া না পাওয়ার হিসেব করতে বসে-
যখন না পাওয়ার পাল্লাটাই ঝু৺ কে পড়েছে
তখন নিজের অজান্তে 
মনের ভেতর থেকে একটা শব্দ ই বেরিয়ে এলো B+.............

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি