পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সৃষ্টি ছাড়া

চল চল দল ছুট কর লুঠ কর লুঠ নিপাত যাক নিপাত যাক সমাজ সংসার নিপাত যাক হাসব  আজ অট্টহাসি শোন যে ওই পিচাষী মিছিলে চল পা মিলিয়ে বলে ওঠ একই সাথে লুটে নে কেড়ে নে সব যত সব আছে আজব হয়ে ওঠ সেচ্ছাচারী যত সব দুরাচারী  চল চল দল ছুট কর লুঠ কর লুঠ

অনু কবিতা

1. হাজার সূর্য  রয়েছে ঘিরে আমার মনের অন্তরালে উদয় আর অস্ত যাবার খেলা নিত্য চলে এখানে ............... 2. অসংখ্য প্রশ্নের মধ্যে শুধু তোমার আরাধনা খুঁজে চলা সেই এক সত্য যা আছে তোমার অন্তরে নিহিত

কল্পনা

ভাবছি যেন অনেক কিছু ভাবছি আকাশ ছোঁয়া মনের ঘরটা আজকে আমার স্বপ্ন দিয়ে ধোয়া । হাহুতাশ অনেক হলো অনেক হেড়ে যাওয়া এবার শুধু আলোর সাথে নিত্য খেলা করা । আয় বন্ধু আমার সাথে খেলবো নতুন খেলা নতুন আকাশ গোড়বো আয় সাজাবো তারার মেলা।

প্রথম প্রেম

চোখের সাথে চোখের দেখা আলতো করে চোখ নামানো বলার ছিল অনেক কথা লোক দেখানো নেই কিছু পুরনো সেদিন ভুলে গেছি মনে নেই আর শুধু চোখের সাথে চোখের দেখা আলতো করে চোখ নামানো সেদিন ছিলাম তুমি আমি সাক্ষী ছিলোনা কেউ ভুল বলেছি ছিল শুধু আমার মনের ঢেউ ভাঙলো হৃদয় ভাঙলো আড়াল সাগর ভাঙা ঢেউ সেদিন ছিলাম তুমি আমি সাক্ষী ছিলোনা কেউ আজকে তুমি দূরে আছো ভয়ে দিন গোনা ভাবছো বোধহয় জানলো বুঝি আরো দু-চার জনা আমার জায়গায় থাকতো সেদিন যদি অন্য কেউ এমন করেই ভাঙতে তুমি উঠতো সাগর ভাঙা ঢেউ তুমি  যদি  পাল্টে যেতে হতে অন্য কেউ আমি তাহলে উড়ে যেতাম দূর আকাশে ওই তোমার ছিল খামখেয়ালি ইচ্ছে নদীর তৃষা আমার মনে ছিল শুধু নীরব ভালবাসা আজও আমার মনে বেঁধা তোমার ছোড়া তীর আমার মনে বেঁচে থাকবে হয়ে নষ্ট নীড়....

প্রশ্ন

ছবি
প্রশ্ন জাগছে মনে ভবিষ্যত আমার তুই রয়েছিস কোনখানে? কি বেশে সেজেছিস কোন তাল বেছেছিস আমার এই জীবনের গানে । ভবিষ্যত্ আমার নাবালক শিশু তুই আজ পূর্ণতার সাথে সাথে বর্তমান আসবে তোর কাছে শেষ হবে আমার স্বপ্ন পূরণের কাজ  ভবিষ্যত্ আমার আদরের ভবিষ্যত্ ভবিষ্যত্ আমার স্বপ্নে সাজানো ভবিষ্যত্ । প্রশ্ন জাগছে মনে ভবিষ্যত্ আমার রয়েছিস কোনখানে ? বাদলের মেঘে, না সোনালি রোদে, ঝর্নার জলে না জমে ওঠা পলিতে ভবিষ্যত্! ভবিষ্যত্ কি পরিনতি এঁকেছিস ওই ক্যানভাসে? কোন অধ্যায়ের হবে শুরু, কোন অধ্যায়ের শেষ আমার জীবনের তালে তালে যে গান উঠবে বেজে, সে কোন রাগে হয়েছে গাঁথা মেঘ মল্লার না দেশ- প্রশ্ন জাগছে মনে ভবিষ্যত্ তুই কি রয়েছিস আমার ই মনের আড়ালে আমার গোপন স্বপ্ন পূরণের তরে অঙ্গীকার করেছিস মনে মনে বিধাতার কঠিন হাতের স্পর্শে কখোনো সে বাঁধা পায় মূহুর্তে আবার জাগে ছাই চাপা আগুনের মতো মনের অন্তরালে .......

ঈন্দ্রজিত

ঈন্দ্রজিত ঈন্দ্রিয় আজ আমার দখলে আমি ঈন্দ্রজিত ত্রি ভূবন আমি জয় করেছি আমি সর্বজিত্ ত্রি কালেশ্বর আমি ই ওরে আমি  যে ঈশ্বর সর্ব কালের সেরা আমি আমি ই মহেশ্বর সৃষ্টি আমি ধংশ আমি আমি যে স্রষ্টা সর্ব কালের আমি বিজেতা আমি অধীশ্বর ......