উদ্বোধন

উদ্বোধন

হে শিব, সাস্বত সত্যের প্রতিকি
তোমার দীপ্ত  তেজ,
আজ মনের দরজা ভেঙে
অবচেতন কে নাড়া দিয়েছে
দীর্ঘ ঘুমের ভাঙন ধরেছে
অলসতার প্রাচীর পড়েছে ধসে

শিব শম্ভু,  তোমার ডমরু উঠেছে বেজে
গুড়ু গুড়ু গুড়ু গুড়ু
তার তালে তালে
প্রতিটি রক্ত বিন্দু উঠছে নেচে -
ওই দেখো, আকাশের বুক চিরে
বিদ্যুত্  উঠছে খেলে
সৃষ্টি হোক বা ধংশ
প্রলয় হোক বা নির্মান
আজ নতুনত্বের নেশায়
মাতাল হয়ে উঠেছে মন
শস্বানের ভস্ম থেকে
জেগে উঠেছে প্রান্ত
আজ সত্যের উদ্বোধন

কাল রাত্রির অভিশাপ পেরিয়ে
শুধু আজ তোমার আরাধনা
হে শিব, সাস্বত সত্যের প্রতিকি
তাতে যদি হারিয়ে যায় 
সারা জীবনের একটু একটু করে 
জমানো রসদ-
যাক তবে!
যদি হারিয়ে যায়
শেষ জীবনের শক্তিটুকু
যাক তবে!
মৃত্যু আসুক -
মাতৃত্বের ভালবাসা নিয়ে ........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি