স্বপ্নের লাইব্রেরি

স্বপ্নের  লাইব্রেরি
মিষ্টি  দে



মনে আমার স্বপ্ন ঠাসা
যেন স্বপ্নের লাইব্রেরি
কিছু গেছে ছিরে
কিছু পোকায় দিয়েছে কেটে
কিছু আজও আছে অক্ষত
লাইব্রেরি তে এসে
স্বপ্নের খোঁজ
এখন আর করেনা কেউ
তবু জমা হয়, নতুন নতুন স্বপ্ন
নতুন আশা আকাঙ্খার বাহক
আমি সেই লাইব্রেরির
শিব রাত্রির সলতে
সারাক্ষণ ধরে স্বপ্নের আলমারি
রাখি গুছিয়ে
ছেরা স্বপ্নের পাতায়
ঝাপসা হয়ে যাওয়া লেখায়
হারিয়ে যেতে থাকে
মনের না জানা ইতিহাস
জমা হয় নতুন স্বপ্ন
পথ চাওয়া হয় শুরু
হয়তো কেউ আসবে
যার কাছে আছে এর মূল্য
আপন করে নেবে,
নতুন পুরাতনে ঘেরা কোনো স্বপ্ন
নিয়ে যাবে সাথে
স্বপ্ন পূরণের ঠিকানায় ..........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি