ধোঁয়াসা

ধোঁয়াসা

কিসের শব্দ বলোতো
মনের ভেতর কেমন যেন
গোঙরানী আওয়াজ
মুক্তি খুঁজছে
মুক্তির আশায়
অন্ধকার যেন অনাথের মতন
অবলম্বন খুঁজছে
আলোর নেশায়
আজ আমি পথহারা
আমি অশান্ত প্রশ্ন
তুমি ও এই পথ ধরে
হেঁটে গেছ বুঝি
তাই তোমার মুখটাও ম্লান
তোমার  দৃষ্টি ও স্থির
একি প্রতিবিম্ব নাকি?
এ কি শত শত প্রতিবিম্ব
 আমার চারপাশে
মুক্তি খুঁজছে
আর মরছে
মুক্তির আশায়
পেটের ভেতর থেকে
একটা দমফাটা হাসি
যেন বেরিয়ে আসবার চেষ্টায়
দমবন্ধ করে দিচ্ছে
মুক্তি খুঁজছে
নির্বোধের দল
আর মরছে
মুক্তির আশায়
মুক্তিদাতার পথ চেয়ে .....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন