অবৈধ প্রেম



অবৈধ প্রেম
মিষ্টি  দে

প্রেম কি  সত্যিই অবৈধ  হয়?
প্রেমের  বৈধতা মাপা হয় কোন যন্ত্রে?
যেমন ভালোবাসার গভীরতা মাপা যায় না,
তেমনি কি মাপা যায় না প্রেমের বৈধতা?
ভালোবাসার বৈধতা সমাজের সৃষ্টিশীল কর্তা ব্যক্তিদের
ধারাবাহিক দৃষ্টি ভঙ্গিতে সৃষ্টি হয় ।
ভালোবাসার সংজ্ঞাটাও নির্ধারণ করেন তারা
"পুরুষ এবং নারীর পরস্পর আকর্ষণ,
কাছে আসা, শারীরিক মেল বন্ধন,
ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ ।"
এর বাইরে কোনো কিছু প্রেম নয়
আর বৈধতা!
 ধর্ম মিলুক, কাস্ট মিলুক,
মিলতে হবে আরো অনেক কিছু ------
আর যদি একে অপরের প্রেমের মধ্যে
কেউ হয় বিবাহিত বা দুজনেই বিবাহিত,
তাহলে অবৈধতার তকমাটা
সহজেই লাগিয়ে দেওয়া যায় ।
আচ্ছা বলুন তো, কে বলেছে
শারীরিক সম্পর্কে প্রেমের পূর্ণতা!
আচ্ছা বলুন তো,  কে বলেছে
নিয়ম নিতি মেনে প্রেম করতে হবে

         আপনারা বলুন তো, কে বলেছে
নিয়ম মেনে ভালোবাসতে হয়?
আর যেখানে ভালোবাসার প্রশ্ন সেখানে তো
একা একাও ভালোবাসা যায় ।
যদি  তা না যেতো তাহলে কিসের উদ্দেশ্যে আপনি
ভগবান কে ভালোবাসেন???
 নাকি সেটা পুরোটাই স্বার্থ????
স্বামী , স্ত্রী একই সাথে থেকেও দুজনে অপরিচিত ।
কিছুটা  দায় বদ্ধতা, কিছুটা অভ্যেস ।
আবার ছোটো বেলার সেই বান্ধবীর কথা মনে পড়ে,
আজও চোখের কোনে জল চিক্ চিক্ করে।
আচ্ছা বলুন তো,  এই যে আমরা অবৈধ, অবৈধ বলে
শোরগোল করি, কখনো মনে ভেবেছেন কি,
 সত্য প্রেমের দৃষ্টান্ত স্বরূপ আমরা যাকে মানি,
পুজো করি, সেটাই তো অবৈধ!
রাধা কৃষ্ণের প্রেম,  মদন ঘোষের স্ত্রী রাধা,
কৃষ্ণের গুণমুগ্ধ !
রাধাকৃষ্ণের প্রেম কে অবৈধ বলছি না কেন??

আসলে আমরা নিজেরাই জানিনা,  ভালোবাসা টা কি?
না হয়, আমারা আদী কুসংস্কার কে আঁকড়ে আছি,
নইলে প্রেমের নামে স্বেচ্ছাচারীতা চালাচ্ছি।

আমরা সারাটা জীবন ভালোবাসা খুঁজে বেড়াই,
কিন্তু খুঁজে তো তখন পাবো, যখন আমরা চিনবো, জানবো, বুঝতে পারবো ভালোবাসা টা কি!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি