মুখোশ

মুখোশ

আশে পাশে ঘুরে বেড়াচ্ছে
মানুষের মুখোশে ঢাকা
কিছু সরিসৃপ
ছোবলের তীব্রতা এতো বেশি
অনুভূতির সীমা রেখাকে
করে অতিক্রম অনবরত
মুখোশ পড়া মানুষ
নেই মান নেই হুঁশ
এরাই কি সেই???
যাদের গল্প শুনেছিলাম
মা দিদিমা ঠাকুমার কাছে
আর মনে মনে ভেবেছিলাম
বড়ো হয়ে ঘোড়ার পিঠে চড়ে
এক তলোয়ারের আঘাতে
করবো শেষ ..........

আজ যখন বহু সময়ের পরে
নিজেকে বড়ো ভেবে
নিজের চেতনার সাথে
হলাম মুখোমুখি
নেই অস্ত্র,  নেই সামর্থ্য
শুধু বার বার ভুল হলো
মুখোশের চটকদারি
বুদ্ধি কে করলো ধংশ
যেমন রূপকথার গল্পের
রাজকন্যার হয়েছিল ....
মুখগুলো সব মুখোশ
রূপকথার গল্পের
এরাই হয়তো সেই রাক্ষস ।।।। মিষ্টি দে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি