শুরু

শুরু
মিষ্টি দে

কবিতা আমার জীবন পাহাড় ডিঙিয়ে
ছুটে চলে সময়ের আস্তরণ ছিড়ে ,
এসো এ যুগের কবি
নির্ভিক লেখনীতে  ভাঙো জীবনের  যতো ভয়
কুঁকড়ে  বাঁচার দিন হোক শেষ
চির শেষের আগে , একবার জ্বলুক আলো
একবার গেয়ে উঠি সেই বিজয় সঙ্গীত
একবার বিজয় মালা তৈরি হোক
তোমার উদ্দেশ্যে
তারপর, যদি শেষ হয়  , হোক শেষ
চির সর্বনাশের আগুন উঠুক  জ্বলে
কবি তোমার লেখার ঔদ্ধত্যে
ভয়ের প্রাচীর পড়ুক ভেঙে
আমার অস্তিত্ব,  তোমার অস্তিত্বে যাক মিশে
তারপর সময়ের যোজ্ঞে আহুতি পরুক একসাথে
আত্মহুতীর পরম শান্তিতে চিরশান্তির ঘুম আসুক নেমে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি