পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অস্পষ্ট

অস্পষ্ট মিষ্টি দে বিশ্বাসের ছবি বরাবরই অস্পষ্ট তবুও বিশ্বাসে বাঁধা থাকে মন অচেনা আলোয় আঁধার কাটে  মাথা উঁচু করে দাঁড়ায় ক'জন???

অন্ধকার বেলুড়

অন্ধকার বেলুড় মিষ্টি দে বেলুড় হলো অন্ধকার মিথ্যা আড়ম্বর এর ধোঁয়ায় ভগবান আজ প্রতিবন্ধী ভক্তের লান্ছনায়। সাদা মার্বেলে কাদার ছাপ আবর্জনা আর ময়লা সে যে ভগবানের পাহারাদার তার পরনে গেরুয়া চোখের জলে মুছবে না আর মনের ধুলো আর ময়লা ধর্ম যোগী কর্ম যোগী মিথ্যা পূজা প্রার্থনা ।।

অক্ষম

অক্ষম মিষ্টি দে আমি প্রতিবন্ধী হুইলচেয়ার ই আমার স্থান পরিবর্তনের সম্বল কোমোর থেকে পা দুটো অকেজো তাই আমার অধিকার মেলেনি ভগবানের পা ছোঁয়ার হা সেই ভগবান, যাকে চিনেছি মায়ের কথায় প্রানের ঠাকুর প্রেমের ঠাকুর যার কাছে  উঁচু নিচু বলে কোনো ভেদ নেই, ধর্মের বেড়াজাল যে ভাঙে হা সেই ঠাকুর যে পতিত পাপী সকলকে বুকে জরিয়ে মুক্তির পথ দেখায় হা সেই ঠাকুর যার আদর্শ বুকে নিয়ে কর্ম যোগী সন্ন্যাসী পৃথিবী জয় করে সেই গেরুয়া পরিহিত সন্ন্যাসী । তোমার কাছে প্রশ্ন শুধু ঠাকুর তোমার উদ্দেশ্যের ধারক বাহক আমায় অধিকার দিল না তোমার  পা ছোঁবার আমার স্থবিরতাকে জয় করে তোমার কাছে আসা আমার দুঃসাহস আমার হুইলচেয়ারের ধুলো ময়লা কি পৃথিবীর নিকৃষ্ট পাপের থেকেও পাপ? নাকি আমার শারীরিক  অসমর্থতা মহাপাপ ?? তবে ঠাকুর আজ কি মনে হচ্ছে জানো, আমার  শারীরিক অক্ষমতা তুচ্ছাতিতুচ্ছ তোমার  ওই গেরুয়াধারি আজকের তথাকথিত সন্ন্যাসীর মনের অক্ষমতার থেকে।।.

Mon

মন খারাপের গলি  থেকে ভালো লাগার রাজপথ যাত্রা টা খুব পিচ্ছিল দুর্গম কাঁটা ফেলা রাস্তায় শুধু হেঁটে যাওয়া মনে করি লাল কার্পেটে গর্বের চলা......... মিষ্টি দে