পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অশরীরী

অশরীরী সকালের শুরুতে বিদায়ের পালা রাতের আধাঁরে শেষ আত্মীয়তা সারা মৃত্যুর হাতছানি কালো চাদরে মোরা অশরীরী আমি মৃত্যু  ভয় হারা

ভাঙা মন

 ভাঙা মন মনটা ভেঙে টুকরো হলো স্বপ্ন পুরে ছাই মায়ার বাঁধন খুললো এবার মুক্তি পেলাম ভাই আকাশ আমায় ডাক দিয়েছে মেঘের নিমন্ত্রণে এবার আমায় যেতেই হবে সব ফেলে এইখানে .......... অদৃশ্য আঁখি

মিষ্টি

"তুই বলে মিষ্টি করে তুমি করে ডাকিস বড়ো ভালো লাগে। তোর হৃদ মাঝারে সিঁধ কেটেছি বল এবার কেমন লাগে "

আজব নাটক

আজব নাটক নাটকেও নাকি নাটক হয়েছে শুরু শালীনতা সেতো গোল্লায় গেছে   অশ্লীলতা প্রকাশ পেল কোন শাবকে চড়ে  ?? শেয়াল কুকুর ইঁদুর বাদুড় তুচ্ছ  তুচ্ছ সবাই অশ্লীলতা নাচন দেখায় মানুষের পিঠে চেপে থিয়েটার তুই মরবি এবার ধরেছে তোকে রাজার নিতির ক্যান্সার শিল্পী তুই তো আগেই মরেছিস প্রতিবাদী গান গেয়ে।।                               মিষ্টিদে 13/10/201712:08am

মরীচিকা

মরীচিকা মিষ্টি দে কতোদিন মনের কথা হলো না বলা কতোদিন চোখের সাথে চোখের হলো না দেখা কতো দিন ভালো বাসার সাথে বলিনি ভালোবাসি ভালোবাসি কথাটাই যেনো ফিকে হয়ে যাওয়া লেখা তোমাকে বোলবো বলে দিনের পর দিন কতো কথা রেখেছিলাম জমিয়ে তোমাকে বোলবো বলে রাত জেগে চাঁদের সাথে করেছি আলাপন ভালোবাসি শুধু এটুকু ই ছিলো বলবার । জানো আজ তোমায় আমি আর চিনতে পারিনা দূর থেকে মনে হলো ওই তো আমার প্রেম ওই তো আমার ভালোবাসা ছুটতে থাকলাম ছুটতে থাকলাম তোমায় ধরবো বলে যতো কাছে এলাম তুমি আরো দূরে চলে গেলে আবার ছুটে গেলাম তুমি আরো দূরে চলে গেলে শুধু ছায়া না কায়া নাকি শুধু ই মরীচিকা ।।

অনু 2

বেহিসেবি হিসেবের সমীকরণ জীবনের ওঠা নামা আর নতুন চলন বাঁকা সোজা,  মরে বাঁচা উন্মাদনা শেষ আর যাই হোক অবশেষ নিঃশেষ ।।।                                

অনু কবিতা

মন খারাপের গলি  থেকে ভালো লাগার রাজপথ যাত্রা টা খুব পিচ্ছিল দুর্গম কাঁটা ফেলা রাস্তায় শুধু হেঁটে যাওয়া মনে করি লাল কার্পেটে গর্বের চলা......... মিষ্টি দে

জীবন যখন নাটক

জীবন যখন নাটক মিষ্টি দে জীবন যখন নাটক আমি সামান্য শিল্পী উপভোগ করি প্রতি দিনের ওঠানামা, আলো আবছায়া জীবন যখন নাটক আমি পেছন সারীর শিল্পী উপস্থিতি যার অনস্বীকার্য তবু সে অবহেলিত জীবন যখন নাটক আর সে নাটকের আমি সূত্রধর আমি শুরু আর  আমি শেষ আমার অহম্ যেখানে আধিপত্য লাভ করে আমি আস্ফালন করে উঠি- জীবন সত্যি ই নাটক অবশেষে যবনিকা আসে নেমে শেষ হয় সব খেলা .... 16nov 2017