জীবন যখন নাটক

জীবন যখন নাটক
মিষ্টি দে

জীবন যখন নাটক
আমি সামান্য শিল্পী
উপভোগ করি প্রতি দিনের
ওঠানামা, আলো আবছায়া

জীবন যখন নাটক
আমি পেছন সারীর শিল্পী
উপস্থিতি যার অনস্বীকার্য
তবু সে অবহেলিত

জীবন যখন নাটক
আর সে নাটকের আমি সূত্রধর
আমি শুরু আর  আমি শেষ
আমার অহম্ যেখানে
আধিপত্য লাভ করে
আমি আস্ফালন করে উঠি-

জীবন সত্যি ই নাটক
অবশেষে যবনিকা আসে নেমে
শেষ হয় সব খেলা .... 16nov 2017

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি