মুক্তি

  মুক্তি
 মিষ্টি দে

জীবনের গোলকধাঁধায় যতসব হজবরল
ফালতু চিন্তায় ঝিম ধরা সকাল ~সন্ধে সব
নেশায় ডুবে যাওয়া অর্ধ মৃত জড় বস্তু
ঘুমিয়ে পরা বুদ্ধি
নেশার জাবর কাটতে কাটতে ক্লান্ত
ফিকে হয়ে যাওয়া স্মৃতি
বাঁচবার শেষ রীতি মনে করিয়ে চলে
"বাঁচো প্রাণ খুলে বাঁচো
উন্মুক্ত আকাশের বুকে
উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বাঁচো
মুক্ত বাতাসের তাজা নিঃশ্বাসে
হৃদয় পূর্ণ করে বাঁচো
একবার শেষবার
 নিজের ইচ্ছায় তো বাঁচো".........25/9/2019... 23:46

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি