ধিক্কার

ধিক্কার

নিরীহ মানুষের মৃত্যু
পিপরের মতো পিশে গেল
চাপা পড়লো কংক্রিটের তলায়
না ভূমিকম্প নয়, নয় কোনও দুর্যোগ
কিছু মানুষের চূরি করবার তীব্র নেশায়
কেড়ে নিলো এতগুলো প্রাণ
বালির ঘরের মতো বানানো ব্রিজ
ভেঙে পড়লো এক লহমায়
খারাপ মালে ঠাসা মাটেরিয়াল
পকেট ভারি করতে হবে তো!
তাতে যদি মরে মরুক
অপদার্থ রাজ্যের গুটিকয়েক মানুষ
হয়তো তাতে শেষ হলোনা
কোন মায়ের অপেক্ষার
কোনো বোন কোনো ভাই
অথবা কারোর ভালবাসার মানুষটি
আর ফিরলোনা
তাতে কি ই বা এসে গেল
আবার  সূর্য উঠবে
চোখের জলের উপেক্ষায়
ভোটের শ্লোগান বাজবে ......

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি