তোমার মন

তোমার মন
মিষ্টি দে

শুনছো,  কবে থেকে খুঁজছি
নীল আকাশে তাকিয়ে খুঁজি
ফুলের গন্ধে খুঁজি
সাগরের ঢেউয়ে,
চাঁদের আলোয়
নক্ষত্রের ছবিতে
খুঁজে পাচ্ছিনা জানো -
মেঠো পথের ধার ধরে
গোধূলি আলোয়
অঝোর বৃষ্টির শব্দে
কোথায় হারিয়ে গেলো?

সকল শুন্যতার মাঝেও
যাকে সবসময় আঁকড়ে
আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছিলাম
আজ কোথায় হারিয়ে গেলো বলোতো !
তুমি অমন করে চেয়ে আছো কেনো?
তোমার চোখের প্রশ্নে তাকে পাবো?
তোমার কাছে একটু আসবো?
যদি তোমার শরীরের গন্ধে তাকে পাই
সে যে খুব প্রিয়, খুব আপন আমার
কোন অবসরে, কোন অছিলায়
কোথায় হারিয়ে গেলো?
দেবে খুঁজে?  দেবে আমায়?
সে যে আর কিছু নয়
সে যে "তোমার মন "3/10/2019.. 21:30

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি