অবগুণ্ঠিতা

অবগুণ্ঠিতা
 মিষ্টি দে

শুনে যাও পথিক-
অবগুণ্ঠিতার গল্প শুনে যাও
চাঁদের আড়ালে
লুকিয়ে থাকা কলঙ্কের কথা শুনেছ-
অথবা বেহিসাবি  অঙ্ক
পথিক তুমিও কি পথ ভুলে এসেছিলে কখোনো-
কখোনো কি ভুলেছ নিজেকে-
কখোনো কি জেনেশুনে পুরেছ আগুনে-
পথিক অবগুণ্ঠিতা হারিয়েছে নিজেকে বারংবার আগুনের শিখায় জ্বলেছে প্রদীপের সলতের মতো  
তবু অবগুন্ঠনে ঢাকা লজ্জা
অতি যত্নে লালন করেছে মনের অন্তরালে
আজ ঝোড়ো হাওয়ায়
রাগ অনুরাগ,  অভীমান  উন্মুক্ত
অবগুণ্ঠিতা অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত
শুনছো পথিক-
হায়রে! হেরে যাওয়া সৈনিকের মতো
অবগুণ্ঠিতা অবশেষে হেরেই গেলো-27/02/2019.21:09pm.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি