জীবন খেয়া
#জীবন খেয়া
ভাবছি বসে জীবন খেয়া
কোন দিকে তে চলে
ভাবছি বসে অথৈ নদী
কি কথা সে বলে
ও মাঝি কোন দিকেতে
দাঁড় টানিস, কোন দিকে তে যাস
আথুল পাতুল আথুল পাতুল
কোন দিকে তে বাস
চারিদিকে শুধু জলের ঢেউ
তীর দেখা যায় কৈ
জীবন খেয়া ভেসে চলে
অথৈ জলের ঢেউ....
এই ব্লগটি আমার মনের জমা কথা দিয়ে তৈরি হয়েছে. এটি সাহিত্যের কোন নতুন দ্বার হয়তো উন্মোচন করেনা,এ শুধু বিভিন্ন সময়ে আমার মনের বিকার কেই তুলে ধরে, তবু হয়তো ব্লগটি আপনাদের মনরন্জন করতে পারবে,সাহিত্যের বিশাল ভান্ডারকে না ছু৺তে পারলেও,আপনাদের মনের কোন এক ক্ষুদ্র অংশ কে ছু৺লেও মনে কোরবো আমার লেখা সার্থক.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন