কলঙ্কিনী

(click on the link to  read the full Poem.)


#কলঙ্কিনী

মিষ্টি দে

লোকে বলে কলঙ্কিনী 

যেমন নুপুরের রিনি ঝিনি

সারা দিনরাত কানে বাজতেই থাকে,

ঠিক তেমনি কলঙ্কিনী শব্দের ঝঙ্কার হৃদয়ের গভীরে, গভীর থেকে গভীরে

শাশ্বত  মন্ত্রের মতো ধ্বনিত হতে থাকে


কলঙ্কের কালিতে আমি স্নাত

সারা শরীরে মনে কলঙ্কের ছোঁয়া

আমায়, আমার সাথে করে পরিচিত 

মুহূর্তে এই কলঙ্ক আমায় করে তোলে

অনন্যা অধরা

আকাশের চাঁদের আলোয়

যেমন ধৌত হয় সারা বিশ্ব

কলঙ্কের কালো দাগে

চাঁদ হয়ে ওঠে অতুলনীয়া

আমার কলঙ্ক ও আমাকে

করে তোলে সমাজ বিচ্ছিন্না

অনন্যা অপরূপা


কৃষ্ণ প্রেমে রাধা কলঙ্কিত

কলঙ্কিত যমুনার জল

কলঙ্কিত জ্যোৎস্নার আলো

আমি ও আমার হাজার হৃদয়ের ভালোবাসায়, বার বার হই কলঙ্কিত..... 12/08/2020

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি