আধুনিক ভালোবাসা

 আধুনিক ভালোবাসা 

মিষ্টি দে


ভালো- বাসার মতোই

ভালোবাসাও হয় দুটো চারটে ছটা।

 হয় তো বা তারো বেশি।

ভালো বাসার মতো

ভালোবাসাও যেন নিজের প্রতিষ্ঠা প্রমাণ করে।

ঘরের সামনে সাজানো বাগান

মোজায়েক মেঝে

ঝকঝকে টাইলস্

 সাজানো ভালো- বাসা।

তোমার ভালোবাসার দুই, চার, ছয়

 আমিও একটা সংখ্যা মাত্র 

 আমারও ইচ্ছে করে তোমার মতো ভালোবাসি

তুমিও হবে আমার ভালোবাসার সংখ্যা 

তোমার মতো আমার মনেও হবে 

অনেক মানুষের আনাগোনা

তোমার মতো আমিও তোমাকে বোলবো

ভালোবাসি, তোমাকে ও ভালোবাসি।

যেমন ইট, বালি, সিমেন্টের ইমারত

ইন্জিনিয়ারের কল্পনার রূপ রেখা

ভালো-বাসা

ঠিক তেমনি পিটুইটারির ভাবধারা

শরীরের খেলা, হরমোনের টানাপোড়েন

এই তো ভালোবাসা

মন? সে আবার কি?

আত্মার বন্ধন?

দেখা যায় নাকি?

ভালোবাসা! আজ আধুনিক ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি