একলা ভীষণ লাগে

 একলা ভীষণ লাগে

মিষ্টি দে 


সারাটা দিন একলা পথ চাওয়া

মনের  আকাশে মেঘের আনাগোনা 

পাখির ডাকে যদিও ঘুম ভাঙে 

মন যে আমার এখোনো ঘুমিয়ে আছে. 

সারাটা দিন স্বপ্ন সাজাই হাতে 

কি জানি কখন ঘুম ভেঙে যায় পাছে 

তখন আমার কঠিন সত্য মাঝে 

একলা ভীষণ একলা ভীষণ লাগে. 


মানুষ ভিড়ে কাজের চাপে বাঁচা 

নকল হাসি, নকল কথা বলা, 

সত্যি যখন বলেছি ভুল করে 

ভেঙেছে ঘুম সত্যের আঘাতে 

তখন আবার মিথ্যে করে হাসা 

মিথ্যে বাঁচা মিথ্যে কথা বলা 

নিজেকে লুকাই নিজের অন্তরালে 

একলা ভীষণ একলা ভীষণ লাগে....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি