ছলনা

 তোমার সাথে  বলতে কথা কিছুক্ষণ 

সব কিছু ওলোটপালট হয়ে যায় সর্বক্ষণ  ।

শুনছো...... 

শুনতে  তুমি সবই পাও, 

ইচ্ছে করে মনটা তোমার  

অন্য কোথাও হারিয়ে দাও   

মনের মধ্যে অনেক কথা

জমতে থাকে প্রতিদিন 

শুনবে তুমি সময় করে?

কাজ তো থাকেই নিত্যদিন 


নাই বা আসলে আমার কাছে

নাই বা রাখলে মন মাঝারে

 তবুও আমায় ভুলবে না গো

বাসা বেঁধেছি অবচেতনে

মনের গভীরে গভীর  মনে

অন্তঃপুরের গোপন কোনে

কার ছবি উঠলো ভেসে?

কোন হাসি আজ ঠোঁটের কোনে 

ছোট্ট করে  উঠল হেসে???

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

পুনশ্চ

মিথ্যা অবলোকন