বন্ধু অমিতাভ

 বন্ধু অমিতাভ 

মিষ্টি দে


অমিতাভ শুনতে পাচ্ছ

তোমার চলে যাওয়া 

শুধু তোমার সংসার কে করেছে আঘাত ।

আর সব আগের মতোই আছে

অমিতাভ দেখতে পাচ্ছ

দীপাবলির আলোয় কলকাতা কেমন ঝলমল করছে

তোমার স্ত্রীর চোখের জল আজ ও ছলকে ওঠে

অমিতাভ বুলেটের আওয়াজ টা কি 

আজ ও শুনতেপাচ্ছ 

শব্দ বাজির দাপটে ধামাচাপা পড়ে গেছে

যেমন ধামাচাপা পড়ে গেছে 

তোমার মায়ের আর্তনাদ ।

অমিতাভ রা চলে যায় 

অমিতাভ রা হারিয়ে যায় ।

কতো অমিতাভ শেষ হয়ে যায় ।

তবু দীপাবলি আসে

আলোর রোশনাই তে মন হারিয়ে যায় 

আলো চাই আলো

নতুন পথের আলো

নতুন আশার আলো

তারপর,

আবার অমিতাভ রা জন্ম নেয় .......

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি