ধর্ম

 ধর্ম 

মিষ্টি দে 


ধর্ম বিহীন রাষ্ট্র উঠুক গড়ে 

ধর্ম বিহীন সমাজ উঠুক জেগে

আমার কোনো ধর্ম নেই রে ভাই

ধর্ম সেতো কোথায় গেছে চলে


ধর্ম তোকে দেখতে কেমন ওরে 

রক্তে মেশা চোখের জলের ছায়া!

ধর্ম বলে রাজার নিতিতে 

অহর্নিশি আমায় পাবি খুঁজে 


ধর্ম নামে শাসন চলে আমার

অধর্মের সিংহাসনে চেপে 

 সময় বুঝে বদল বদলের  

ধর্ম সেতো সময় ক্ষনিকের 


ধর্ম সেতো রাজার মুঠোয় আঁটা 

ধর্ম কবেই কফিনে গেছে বাঁধা 

চিতার আগুন জ্বলছে নিজের তেজে

ক্লান্তি ঘেরে ধর্ম ধর্ম খেলে 


ধর্ম সেতো অন্ধকারে মোরা । 

ধর্মে আজ অধর্মের ছোঁয়া ।

ধর্ম বলে গভীর চিৎকারে 

ধারণ যাহা করিস তাহাই ধর্ম রে... 


                                              মিষ্টি দে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি