ভুল

 ভুল 

মিষ্টি দে


সেদিন ছিলো দীপাবলি 

চোখে চোখ রেখেছিলাম ।

আজ তার নাম টা 

মনের কোথায় যেন হারিয়ে গেছে, 

মনে আছে, ছিপছিপে গড়নের শ্যামলা ছেলেটি, 

ঠোঁটের কোনে দুষ্টুমি ভরা হাসি নিয়ে 

বেহিসেবি সওদাগর সেজেছিলো

চৈত্রের সামিয়ানা টানিয়ে 

অকাল বসন্তের উদ্বোধন ।


খুব আনন্দে মেতে উঠেছিলাম 

ওই যে আকাশের বুকে উড়ে যাওয়া 

বাঁধন হারা পাখিগুলো 

নীল আকাশের বুক চিরে 

উড়ে চলে এদিকে থেকে ওদিক 

আর ওদিক থেকে এদিক 

মনটাও তখন খাঁচা ছেড়ে বেরিয়ে 

উড়ে চলেছিলো সামিয়ানার

এদিক থেকে ওদিক 

উড়তে উড়তে কখোন যেন

সওদাগরের সামিয়ানায়

আটকে পড়লো, বুঝতে পারেনি।

বেহিসেবি সওদাগরের হিসেবে হলো ভুল 

সহজ সরল মনের বিনিময়ে 

দিতে হলো  সত্যের উপলব্ধি  .....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি