আত্ম বিসর্জন

 আত্ম বিসর্জন 

মিষ্টি দে


জীবন যেন কখন বদলের পথে ছুটলো

সাদামাটা বোকাশোকা মেয়ে  টা বদলের পথে হাটলো

বদল চাই বদল 

চাই চিন্তা ধারার বদল

বাইরের পোশাকে বদল চাই, 

কথার ধরনে বদল চাই 

হাঁটা চলা, কথা বলা,

চোখের চাউনিতে নেশা ধরাবার আগুন চাই।

তবেই তো জীবন তোমাকে কাছে টেনে নেবে

তবেই না সুখের পসার তোমার পায়ে এসে পড়বে।

জানো তো এ সমাজ তোমার  মতো 

সরল রক্তের নেশায় ছুটে বেড়ায়

তোমার মতোন বোকাশোকা মানুষ কে নিয়ে 

তামাশা দেখানোই এদের কাজ। 

ভালোবাসা এখানে ক্লীবতার আড়ালে লুকায়

বিশ্বাস, ডাস্টবিনে কুকুরে ছিড়ে খায়

এখনো সময় আছে 

বদলের প্রবাহে বয়ে যাও

এখনো সময় আছে

সময়ের আগুনে দাহ করে 

মনের বিসর্জন দাও।

দেখবে, জীবন দু হাত বাড়িয়ে 

তোমাকে কাছে টেনে নিচ্ছে 

সুখের সাথে রোজ ওঠা বসা

দেখবে তুমি মন বিহীন যন্রে হয়েছো পরিণত

পরিপূর্ণ এই সমাজের সম্পদ ।।।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি