বাঁধন

বাঁধন  

মিষ্টি দে 

যখন শেষ হয়ে যায় সব কিছু

যখন মুক্তির স্বাদ আসে মৃত্যুতে 

ঠিক তখন জীবনের সুরে গান বাঁধলে

তানপুরার তার গেছে ছিরে বহুদিন 

নিরব স্মৃতি নিরবে কবরের তলায় বেঁচে থাকে

আশার মরিচিকা তবে কেন?

ধূসর বালিয়াড়ি ছিলো ভালো 

স্বাভাবিক অভ্যস্ত পথ

আজ আর নতুন পথ ভালো লাগে না

আলোর তীব্রতায় চোখ যায় ঝলসে

তোমাকে চিনতে চাইনা

ভুলে যেতে চাই

ভেঙে ফেল শৃঙ্খল 

সকলের অগোচরে 

বেঁধেছিলে বেঁধে রাখবার বাসনায় .....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি