মাতৃ দিবস

 মাতৃ দিবস 

মিষ্টি দে 


মাগো তোমার দিনে তোমায় দেবার 

কিছুই আমার নেই যেনো। 

তোমার দেওয়া জীবনটাই 

রাখতে পারিনা ঠিক মতো। 

তোমার দেওয়া মনে আমার 

মিশেছে অনেক ক্ষত। 

মাগো তোমার দিনে তোমায় দেবার

কিছুই আমার নেই যেনো।

জীবন নদীতে তোমার ভেলায়

কেটেছে অনেক বেলা 

আজ জীবন খেলার এই মেলাতে

ছারিস নেমা একা।

ঘুরছে দুনিয়া বন্ বন্ বন্ 

যেমন নাগরদোলা ঘোরে

মুখোশ পরা মানুষ গুলো 

চিনতে পারি নাযে।

নানান চটক, নানান রং

দিচ্ছে হাতছানি 

মরণ কূপের খেলায় মা

অনেক পুরস্কার  জানি! 

একটিবার খেলতে দে মা

দে মা অনুমতি 

জিতলে পরে সবার সেরা

হারলে শ্মশান ভূমি। 14/5/2017

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি