পিছুটান

 পিছুটান 

মিষ্টি দে 


কবিতা যখন শেষের পাতায় 

বাঁচবার আসা খোঁজে 

অতীত তখন তার বাঁধনে 

আমায় বেঁধে রাখে. 


কবিতা যখন নীল আকাশে 

সাদা মেঘের কোলে 

মুক্তি পথে যাত্রা করে 

স্বপ্ন সাথে নিয়ে 

অতীত তখন নিবিড় ভাবে 

আমার কানে কানে 

চেনা বাঁশির সুর শুনিয়ে 

আমায় বেঁধে রাখে 

যখন মনের ডানা ছটফটিয়ে 

তাকাই আকাশ পানে 

অতীত তখন আকাশ পারে 

সাতরঙা ছবি আঁকে 


কবিতা যখন সাগর মাঝে 

ঝিনুক খুঁজে ফেরে 

অতীত তখন আমার পায়ে 

সোনার বেড়ি বাঁধে 


কবিতা যখন শেষের পাতায় 

বাঁচবার আসা খোঁজে 

অতীত তখন ভবিষ্যতের 

তানপুরায় তার বাঁধে.....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা