দুটি অনু কবিতা

 সময়ের ঘেরাটোপে বাঁধা মন

আজ মুক্ত বিহঙ্গ সম

উড়ে যায়  অজানার উদ্দেশ্যে

পারিবে কি ধরিতে তাহাকে


হারিয়ে যাওয়ার পথে

আরেকটি বছর 

মৃত্যুর কাছাকাছি 

আরেকটি বছর 

স্বপ্ন হারাবার পথে 

আরেকটি বছর 

জীবন চেনার সাথে

আরেকটি বছর





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা