ভিক্ষা

 ভিক্ষা

মিষ্টি দে



ওইযে আকাশ বিদীর্ণ করা সূর্য কিরণ

আলোকিত করে মনের অন্ধ কোন

অন্ধকারের শেষ

মিশে যায় আলোর  আবেশে

বেঁচে থাকে শুধু, বর্তমানের আবেগে

নিভে যাওয়া অনুভূতি গুলো.

নতুন পথের খোঁজে,

নতুন আলোর ঠিকানায়

শেষ চিঠি লিখবার প্রত্যাশায়

বেঁচে থাকে মনের ইচ্ছাগুলো.

একবার ডানা মেলে ওড়বার ইচ্ছা,

বাদলের প্রাচীর ভেঙে ছুটে যাওয়া

আলোর ঠিকানায়

একটা প্রশ্ন ছুড়ে দেওয়া

মহাকাশের অনন্তের উদ্দেশ্যে-

যে আলোর একটুকরো ছোঁয়ায়

জীবনের বাঁধন হয় মুক্ত

যে আলোর স্পর্শে, অন্ধ কারাগারের

থেকে মুক্তি পায় স্রোতস্বীনি

তাঁর একটুকরো ছোঁয়া

আমার এই জীবন কারাগারে

কেনো পৌঁছায়না?

কেনো মুক্তির প্রত্যাশায়

প্রতি মুহূর্তের প্রতীক্ষা

শরীর আর আত্মার রোজ মুখোমুখি

হাজার প্রশ্নে জর্জরিত

ন্যায় অন্যায়, পাপ পুণ্যের বেড়াজালে

আবদ্ধ জীবনের করুন আকুতি

ভিক্ষা চায় মন

এক চিলতে আলোর ভিক্ষা...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি