তুমি

(click on the link to  read the full Poem.)

তুমি

মিষ্টি দে

স্বপ্নের ধারালো ছুরি দিয়ে

ভাগ্যের রেখা টানবো

বিশ্বাসের আশ্বাসে

জীবন দাঁড় বাইবো.

পাহাড় ভাঙতে পারি আমি একাই

তুমি সাথে এসো দেখো

হিমালয় আমি ছোঁবো.

নদী র ধারায়, সাগরের ঢেউয়ে

ভেসে যাই আমি একাই,

তুমি পাশে থেকো,

আমি ঠিক মুক্তো খুঁজে পাবো.

আকাশের মাঝে হাজার তারায়

ঝলমলে আলোয়, মিশে থাকি আমি একাই

তোমার সাথে চলতে চলতে

নক্ষত্র হয়ে আমি উঠবো.

তুমি ভালোবাসা, হৃদয়ের সিঞ্চন

মনের গোপন - গভীর তুমি চিন্তন

যত বাঁধা আসুক তুচ্ছ সব কিছু

 নিমেষের মাঝে ভেঙে দিয়ে সব

 নতুন পৃথিবী গড়বো.

তুমি ই আমার স্বপ্ন ওগো

তুমিই শক্তি আমার

তোমার হৃদয়ের অন্তঃপুরে

চিরকাল মিশে থাকবো.





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

পুনশ্চ

মিথ্যা অবলোকন