সব ই আজ মিথ্যে


সব ই আজ মিথ্যে

মিষ্টি দে

বেকার জীবন

চলছে কেমন

সকাল বিকাল সন্ধ্যে

ঘুমের দেশে রঙিন বেশে

সব ই আজ মিথ্যে.


ভালোবাসার আতুর মন

ভাঙলো বিনা শব্দে

ঘুমের দেশে স্বপ্ন বেশে

সবই আজ মিথ্যে.


পেটের কামড়

ভীষণ এমন

মরছি বিনা খাদ্যে

ঘুমের দেশে চাঁদের আলো

সুখের কথা বলছে.


বেকার জীবন

ছুটছে এমন

মরণ বুঝি ডাকছে

সর্বনাশের শেষ খেলাটা

এবার শুরু করছে.


নকল মন আর নকল আশা

নকল ভালোবাসা

ঘুমের দেশে ও স্বপ্ন এখন

মিথ্যা শুধুই বলছে.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি