দীপাবলি

" #Click on below link to read full story"

দীপাবলি

মিষ্টি দে


আলোর খোঁজে

বেরিয়ে ছিলাম পথে

অমাবস্যার রাতে.

জাগছে কুকুর

শেয়াল বনের মাঝে

নিশীথ পেঁচা

গাছের ডালে বসে.

উড়লো বাদুড়

ঈশান কোন হতে

আলোর খোঁজে

বেরিয়ে ছিলেম পথে.

দীর্ঘ পথ চলছি

পায়ে হেঁটে

আলোর দেখা

নেই যে কোনোখানে

হটাৎ দেখি দীঘির পাশের মাঠে

সাজানো এক ছোট্ট কুড়ে আছে

মাটির দিয়া জ্বলছে শত শত

আকাশ মাঝে নক্ষত্রের মত

পায়ে পায়ে এগোই ধীরে ধীরে

প্রবেশ করি হাজার আলোর মাঝে

কে জ্বেলেছো হাজার দিয়া এমন?

প্রশ্ন করি দাঁড়ায়ে প্রাঙ্গনে

দরজা ঠেলে বেরিয়ে এলো কে?

কেমন যেনো চেনা চেনা লাগে

দেখছি যেনো নিজের মতন কেউ

মন সাগরে হাজার কথার ঢেউ

কে তুমি গো আমার সামনে এলে

কেমন যেন চেনা চেনা লাগে

দৃঢ় কণ্ঠে জবাব দিলো সে

কন্ঠ কেমন ভীষণ চেনা লাগে

আমি তোমার মনের অন্তরালে

ঘুমিয়ে ছিলাম অনেক দিন ধরে

আজকে তুমি অনেক দিনের পরে

আলোর খোঁজে বেরিয়ে এলে পথে

ঘুম ভাঙলো কাটলো বাঁধা যত

জ্বললো দিয়া হাজার শত শত

ওই দেখো ওই পূব আকাশের মাঝে

আলোর রেখা কেমন উঠছে ফুটে

অমাবস্যা হারলো আলোর কাছে

জ্বললো আলো অন্ধ জীবন মাঝে....







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি