পট চিত্র

 পট চিত্র 

মিষ্টি দে


ভাষা  বিহীন শব্দ বিহীন গোঙরানো কান্না 

অবলম্বন খোঁজে প্রতিনিয়ত 

লতানো বৃক্ষের মত আঁকড়ে পাকড়ে বাঁচতে চায় 

অলক্ষ্যে নির্মম হাসি  হাসে ভগবান

চিড় খাওয়া নৌকায় ভেসে 

বৈতরণী পার হবার মিথ্যা প্রচেষ্টা 

তবু  স্বপ্নে বাঁধা মন 

ইচ্ছার মালা গাঁথে 

ঈশ্বরের ভ্রুকুটি কে চালেন্জ  জানিয়ে

সকাল থেকে সন্ধ্যা শুধু 

কোনো এক  অলৌকিক এর প্রতিক্ষায় 

বোকা মন বোঝেনা 

ওই ঈশ্বর নামে বস্তুটি ই 

সকল অলৌকিকতার ধারক ও বাহক 

তার পটে আঁকা হয় তার ইচ্ছা চিত্র 

পটে আঁকা জলছবির ইচ্ছা আবার কি?

শুধু অপেক্ষা শেষ তুলির টানে ।।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি