মুক্তি প্রার্থনা

 মুক্তি প্রার্থনা



মিষ্টি দে

পূর্ব থেকে পশ্চিমে সূর্য টা  যাচ্ছে ঢলে

বোধহয় সূর্য টা গেল অস্তাচলে 

ধীরে ধীরে পরিষ্কার আকাশ 

প্রথমে লাল, তারপর কালো হয়ে 

এলো রাত্রি,  অসলো সর্বনাশ ।

রাত্রি মানেই বিপন্নতা? 

মনে হয় এ সত্য নয়, অকারণ চঞ্চলতা ।

অসংখ্য তারার আলোচ্ছটায়, চাঁদের জোৎস্নায় 

সেও এক নতুন রূপ পায় ।

রাতের অন্ধকারে তখন, 

গোপন প্রেমের গন্ধ পাওয়া যায় ।

চাঁদের জোৎস্নায়, প্রিয়তমার মুখ ,

মনের ভেতর জানান দেয় -

এক অনবদ্য সুখ ।

রাতের অন্ধকার, মনে  হয় থাকুক 

আরো কিছুক্ষণ থাকুক ।

কিন্তু এ রাত যদি হয় জোৎস্না বিহীন -

মেঘের আড়ালে তারারা  হয়ে পড়ে মলিন-

দৃষ্টিহীন পথিকের মতো, 

অন্ধকার গ্রাস করে চেতনা, 

ধ্রুবতারা বিহীন নাবিকের মতো

সব পথ হয় অজানা ।

তখন অবশেষে, মৃত্যু চায় বাসনা 

শুধু রাত্রির এই অভিশাপের থেকে 

মুক্তি প্রার্থনা ।।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি