ফিরে দেখা

 ফিরে দেখা

মিষ্টি দে 



আজ নতুন করে ভাববো 

পুরোনো সব কিছু ভুলে গিয়ে 

নতুন স্বপ্ন দেখবো ।

নতুন আকাশ,  নতুন বাতাস 

নতুন পাখির ডাক 

আজ মনে হয়, পুরোনো সব

দূরে যাক, মুছে যাক।

নতুন আলোর হাতছানিতেও

আজ মন ভেসে যায়, 

কারা যেন খোলা মাঠে ডাকে ,

আয় চলে আয়।

মাথার ওপর নীলের চাদর,

পায়ের নিচে সবুজ 

এদিক ওদিক চাইছে চোখ, 

বড়ো বোকা, বড়ো অবুজ !

নতুন কল্পনায় নীড় বেঁধেছে, 

স্বপ্ন সকল দানা বেঁধেছে 

নতুন, নতুন উঠছে ঢেউ, 

কিসের স্বপ্ন জানে না কেউ 

মাঠের মাঝে, না সাগর পারে, 

নীল দিগন্তের কোনখানে, 

কোনখানে তে বাড়িয়ে হাত, 

ডাকছে আমায় কে জানে!

পড়বে আছড়ে ,খুঁজছে তীর 

জমছে স্বপ্ন, বাড়ছে ভীড় -

স্বপ্ন আমার যাবে সেথা,

ঢেউয়ের সাথে ভেসে, 

তীরের খোঁজে পাল তুলেছে, 

দুঃস্বপ্নের শেষে।।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি