জীবন টীকা

 জীবন টীকা

মিষ্টি দে

আবোল তাবোল লিখবে  ভেবে 

কলমখানি নিয়ে -

এদিক ওদিক দাগ কাট খালি 

কাগজ খানির মাঝে ।

মাথা মুণ্ডু  নেই যে তার,

নেই তো কোনো মানে-

তবুও সে লিখে চলে, উপন্যাস ভেবে ।

সবাই যখন, পাগলী বুড়ি ভেবে 

তাকিয়ে খালি হাসে-

মুচকি হেসে বুড়ি বলে,

পাগলে কি না বলে!

খাতার পর খাতা  শেষ , 

কত কি যে লেখা 

আবোল তাবোল নয় যে সে,

বিশেষ ধরণের টীকা।

জীবন শেষে লেখে  বুড়ি 

জীবন নিয়ে তথ্য 

জীবন মাঝে পাবে তুমি 

নতুন সব পথ)

স্বপ্ন নিয়ে লিখলো বুড়ি 

নতুন এক টীকা 

যা শুনলে  মাথা তোমার 

হবেই হবে ফাঁকা ।

"ঘুমের মাঝে আসে যেটা 

সেটা স্বপ্ন নয়-

স্বপ্ন সেটা যেটা তোর

ঘুম টি কেড়ে  লয়"

"আপনজন আপন হয়, 

পকেট যখন ভাড়ি -

খালি হলেই করবে তাড়া 

ভীষণ মারামারি"।

"জীবন মাঝে ভাঙবে যখন

শিশি, বোতল , কাঁচ 

শুনবি তখন ঝন্ ঝন্ ঝন্

কি ভিষন আওয়াজ ।

অজান্তে , অখেয়ালে তোর,

ভাঙবে যখন মন 

কোন শব্দ পাবিনা তুই

সাথে পাবিনা আপনজন ।"

জীবন পথে সবাই একা 

সঙ্গি কেউ নয়

একা  এসেছিস, একাই যাবি

মিথ্যা কেন ভয়"।

অনেক টীকা লেখে বুড়ি, দিনের পর দিন 

শান্তি খোঁজে বুড়ি হলো

একদিন অনন্তে বিলীন ।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি