গোধূলি

 গোধূলি 


সব শুরুর একটা শেষ থাকে।  

শেষ  অনিবার্য।

বোঝাপড়া,  বা বুঝিয়ে নেওয়া,  

মনের খেলাঘরে,  কত না

নাম না জানা খেলা 

কোনোদিন শুরু 

আবার হঠাত্ একদিন শেষ ।

সব শুরুর  ই তো শেষ থাকে ।

তবে আফশোস কিসের ।

পড়ন্ত বিকেলের রোদে 

খোলা মাঠে ছুটে বেড়িয়ে যাওয়া 

ধুলোয় গড়াগড়ি, কাদা মাখামাখি 

আছাড় খেয়ে পড়া, কেটে গিয়ে রক্তে রঞ্জিত 

তবু কোনো ভ্রুক্ষেপ নেই 

আবার ছোটা,  খেলায় জেতার খেলা ,

সময়ের সময় টা হয়ে আসে শেষ 

গোধূলির লাল আকাশ সীমারেখা টানে ।

সন্ধ্যা নামে 

এরকমই সম্পর্কের ও সন্ধ্যা হয়তো আসে!

খেলা হয় শেষ?

অবিরাম চলতে থাকা, 

ঘ্যানঘেনে জীবনের দাড়ি টেনে দেওয়া ।। ..মিষ্টি দে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি