Idealism

 Idealism

মিষ্টি দে




আদর্শ মাঝে কাঙাল আমি 

এক পয়সাও নাই

ওই দেখো সে দিব্বি আছে 

নেই আদর্শের বালাই ।

থরে থরে সাজানো হৃদয়ের ধন 

আদর্শ যা কিছু আছে

দুটাকা মূল্য নেই তাহার

মিথ্যা যা সঞ্চিত আছে ।

শূন্য আমি রিক্ত আমি 

শিক্ষা বেঁচেছি রোজ 

যা কিছু শিখেছি উজাড় করেছি 

শুধু ক্লান্ত হয়েছে মন

মর্মে মর্মে মিথ্যা স্বপ্নে 

মানুষ গড়েছি ভ্রমে 

আজ যখন ঘুম ভাঙল দেখি  

শূন্য সাজিয়েছি যত্নে 

চারিদিকে শুধু লোলুপ নজর 

খেয়োখেয়ি মারামারি 

 ধর্ম নিয়ে হানাহানি করে 

ভাইয়ে ভাইয়ে টানাটানি ।

রমনী সেতো সজ্জা সঙ্গিনী

এক বা  একাধিক 

বেশ্যা হয়েছে প্রতি পলে পলে 

এটাই যে সমাজের রীত

লোলুপ নজর, ক্ষুধার্ত পশু 

শরীরে করেছে খেলা

অন্ধকারের মাধবী লতা

আলোয় যাবে যে ঢাকা।

তবু পূর্ণ পরিপূর্ণ 

আদর্শ বাঁচবে কাব্যে

আদর্শ বিকানো মানুষগুলো 

সমাজের মাথায় নাচবে ।

স্যাঁতসেঁতে ঘরে ছেড়া তোষকে

আদর্শ বেঁচে থাকবে 

মানুষ গড়ার মিথ্যা আশায় 

আদর্শ বাঁচবে স্বপ্নে  

হারিয়ে যাওয়া জীবন যুদ্ধে 

আদর্শ বাঁচবে গর্বে  

পূর্ণিমা আলোয় 

মনের জগতে 

আদর্শ বেঁচে থাকবে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি